ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর ‘রিভিউ আবেদন’

  • Reporter Name
  • Update Time : ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৫ Time View

ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে ‘রিভিউ আবেদন’ করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্যসচিব ও ফেনী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী আলাল উদ্দিন আলাল।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি বাড়ির পাশে একটি ধানক্ষেতে গিয়ে হাত উঁচিয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে পড়লে পুরো জেলায় বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ ঘটনায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কেউ কেউ তার প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। আবার কেউ কেউ দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন।

জানা গেছে, ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি প্রতিবাদস্বরূপ ও মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ধানক্ষেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নো ক্যাপশন।’

এ বিষয়ে আলাল উদ্দিন আলাল বলেন, ‘অহিংসভাবে দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানাতেই এ রিভিউর বিষয়টি করেছি। এটি যেহেতু চূড়ান্ত মনোনয়ন নয়, তাই আমরা প্রার্থী পরিবর্তনের জন্য রিভিউ আবেদন করছি। এ প্রজন্মের প্রতিবাদের ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ব্যতিক্রমী উদ্যোগ। একসময় ফেনীকে ‘লেবানন’ বা ‘মৃত্যুপুরী’ বলা হতো, এখন এখানে প্রতিবাদের ধরণও যে বদলে গেছে— সেটিই এই রিভিউর মাধ্যমে বোঝাতে চেয়েছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর ‘রিভিউ আবেদন’

Update Time : ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে ‘রিভিউ আবেদন’ করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্যসচিব ও ফেনী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী আলাল উদ্দিন আলাল।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি বাড়ির পাশে একটি ধানক্ষেতে গিয়ে হাত উঁচিয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে পড়লে পুরো জেলায় বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ ঘটনায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কেউ কেউ তার প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। আবার কেউ কেউ দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন।

জানা গেছে, ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি প্রতিবাদস্বরূপ ও মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ধানক্ষেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নো ক্যাপশন।’

এ বিষয়ে আলাল উদ্দিন আলাল বলেন, ‘অহিংসভাবে দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানাতেই এ রিভিউর বিষয়টি করেছি। এটি যেহেতু চূড়ান্ত মনোনয়ন নয়, তাই আমরা প্রার্থী পরিবর্তনের জন্য রিভিউ আবেদন করছি। এ প্রজন্মের প্রতিবাদের ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ব্যতিক্রমী উদ্যোগ। একসময় ফেনীকে ‘লেবানন’ বা ‘মৃত্যুপুরী’ বলা হতো, এখন এখানে প্রতিবাদের ধরণও যে বদলে গেছে— সেটিই এই রিভিউর মাধ্যমে বোঝাতে চেয়েছি।’