
রেদওয়ান সাগর, জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. বি. এম. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে। আগের বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, ভর্তি কার্যক্রম সম্পর্কিত টেকনিক্যাল কমিটি ও অন্যান্য উপকমিটি শিগগিরই বৈঠকে বসে বিস্তারিত সময়সূচি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় চূড়ান্ত করবে।