
দীর্ঘ বিরতির পর অভিনেত্রী আনুশকা শর্মাকে দেখা যাবে ফের পর্দায়। মুক্তির অপেক্ষায় ‘চাকদা এক্সপ্রেস’।এটি ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন ভিত্তিক বায়োপিক।
২০১৮ সালের ‘জিরো’ ছবির পর আনুশকা শর্মাকে আর বড় পর্দায় দেখা যায়নি। ২০২২ সালে তিনি তার বহু আলোচিত ছবি ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং শেষ করেন। শুরুতে ছবিটি ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তির কথা থাকলেও, তা এখনো আলোর মুখ দেখেনি।
সম্প্রতি ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় লাভ করার পর ‘চাকদা এক্সপ্রেস’ টিম ছবিটি দ্রুত মুক্তি দিতে নেটফ্লিক্সের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। জানা গেছে, নির্মাতারা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ভারতের শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি লিখে ছবিটি দ্রুত মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Reporter Name 
















