ঢাকা বাংলাদেশ , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হচ্ছে গানের প্রতিযোগিতা ‘লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’

  • Reporter Name
  • Update Time : ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৪ Time View

দেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজন করছে ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’। এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ, কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা ও সানিয়া সুলতানা লিজা।

ইতোমধ্যেই লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’, ‘বাংলার গায়েন সিজন ২’ ও ‘বাংলার গায়েন ইউএসএ’ এবং তরুণ সংগীতশিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’, ‘ইয়াং স্টার সিজন ২’ ও ‘ইয়াং স্টার ইউএসএ’-এর আয়োজন করেছে আরটিভি।

অনুষ্ঠানগুলোর বিপুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার শুরু হচ্ছে ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’। এতে অংশ নিতে অলনাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর আবেদন করে। সেখান থেকে প্রাথমিকভাবে ৫ হাজার প্রতিযোগীকে বাছাই করেন বিচারকগণ।

জানা গেছে, এই ৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বিচারকগণের বিচার-বিশ্লেষণে ১৫০ জনকে বাচাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য। এরপর আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে তাদের নিয়ে শুরু হবে চূড়ান্ত বাছাই পর্ব। যেখানে ধারাবাহিকতায় ফোক রাউন্ড, রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতি রাউন্ড, মডার্ন সং রাউন্ড, ব্যান্ড রাউন্ড অনুষ্ঠিত হবে।

আরজু আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আরটিভি অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শুরু হচ্ছে গানের প্রতিযোগিতা ‘লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’

Update Time : ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

দেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজন করছে ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’। এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ, কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা ও সানিয়া সুলতানা লিজা।

ইতোমধ্যেই লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’, ‘বাংলার গায়েন সিজন ২’ ও ‘বাংলার গায়েন ইউএসএ’ এবং তরুণ সংগীতশিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’, ‘ইয়াং স্টার সিজন ২’ ও ‘ইয়াং স্টার ইউএসএ’-এর আয়োজন করেছে আরটিভি।

অনুষ্ঠানগুলোর বিপুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার শুরু হচ্ছে ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’। এতে অংশ নিতে অলনাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর আবেদন করে। সেখান থেকে প্রাথমিকভাবে ৫ হাজার প্রতিযোগীকে বাছাই করেন বিচারকগণ।

জানা গেছে, এই ৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বিচারকগণের বিচার-বিশ্লেষণে ১৫০ জনকে বাচাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য। এরপর আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে তাদের নিয়ে শুরু হবে চূড়ান্ত বাছাই পর্ব। যেখানে ধারাবাহিকতায় ফোক রাউন্ড, রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতি রাউন্ড, মডার্ন সং রাউন্ড, ব্যান্ড রাউন্ড অনুষ্ঠিত হবে।

আরজু আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আরটিভি অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব।