জানা গেছে, এই ৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে বিচারকগণের বিচার-বিশ্লেষণে ১৫০ জনকে বাচাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য। এরপর আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে তাদের নিয়ে শুরু হবে চূড়ান্ত বাছাই পর্ব। যেখানে ধারাবাহিকতায় ফোক রাউন্ড, রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতি রাউন্ড, মডার্ন সং রাউন্ড, ব্যান্ড রাউন্ড অনুষ্ঠিত হবে।

দেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজন করছে ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’। এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ, কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা ও সানিয়া সুলতানা লিজা।
ইতোমধ্যেই লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’, ‘বাংলার গায়েন সিজন ২’ ও ‘বাংলার গায়েন ইউএসএ’ এবং তরুণ সংগীতশিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’, ‘ইয়াং স্টার সিজন ২’ ও ‘ইয়াং স্টার ইউএসএ’-এর আয়োজন করেছে আরটিভি।

Reporter Name 
















