
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিজেপির ‘অনুপ্রবেশকারী তত্ত্ব’-এর কড়া সমালোচনা করেছেন।
তিনি বলেন, বিরোধীদের বিরুদ্ধে ভোটব্যাংক রাজনীতির অভিযোগ তুলে এনডিএ জোট বিহারের মুসলিম জনগোষ্ঠীকে অপমান করছে, অথচ তাদের উন্নয়নমূলক চাহিদাকে বছরের পর বছর উপেক্ষা করছে।
ওয়াইসি প্রশ্ন তোলেন, বিহারে কি সোনার খনি আবিষ্কৃত হয়েছে যে মানুষ দলে দলে এখানে ঢুকছে? আমি বুঝতাম যদি এখানে তেল পাওয়া যেত, তাহলে মানুষ ছুটে আসত। ভারতের যুবকরা কাজের সন্ধানে দেশজুড়ে ঘুরছে, কিন্তু তাদের কেউ ‘অনুপ্রবেশকারী’ বলে না— অথচ সীমান্তঞ্চলের মুসলমানদের আপনি সেই তকমা দিচ্ছেন।
তিনি আরও বলেন, সীমান্তঞ্চলের মুসলমানরা তো দেশভাগের সময় বাংলাদেশে যাননি; তারা ভারতকেই নিজের দেশ হিসেবে বেছে নিয়েছিলেন। আজ তাদেরই সন্দেহের চোখে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক 



















