
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিকমাধ্যমে। কারণ, রাজউকের সংরক্ষিত কোটায় তার নামে বরাদ্দ হওয়া একটি প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিষয়টি ঘিরে শুভর ভক্ত ও সহকর্মীদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এবার তার পক্ষেই সরব হয়েছেন নির্মাতা অনন্য মামুন।
২০২৩ সালে রাজউকের সংরক্ষিত কোটায় আরিফিন শুভর নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ করা হয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সামনে আসতেই ঢালিউড অঙ্গনে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনন্য মামুন নিজের ফেসবুক পেজে আরিফিন শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘অবিচার হয়েছে আমার বন্ধুর সঙ্গে। বর্তমান সরকারকে অনুরোধ জানাই, শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক।’
তিনি আরও লেখেন, ‘ছেলেটা প্রচণ্ড সৎ। শুভ, তোমার সঙ্গে আমি আছি। তোমার মতো সৎ ও সাহসী মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। নতুন কিছু হবে, তুমি এখন বলিউডের শিল্প।’
উল্লেখ্য, রাজউকের সংরক্ষিত কোটা ১৩/এ ধারায় এমন ব্যক্তিরা প্লট পান যাদের নিজস্ব ফ্ল্যাট বা প্লট নেই। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখা সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ কিংবা সরকারি-বেসরকারি কর্মকর্তারাই এই কোটার আওতাভুক্ত।

Reporter Name 
















